BJP

অভিযোগের মুখে সরছেন বিজেপির জেলা সভাপতি

দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার জানান, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সোমনাথকেই কাজ চালাতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২০ ০৬:০৯
Share:

প্রতীকী ছবি।

তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা, ধর্ষণ ও হুমকির অভিযোগ ছিল। শেষ পর্যন্ত চাপের মুখে সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে দলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতির পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। যদিও তা এখনই কার্যকর হচ্ছে না। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার জানান, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সোমনাথকেই কাজ চালাতে বলা হয়েছে। তবে বিকল্প ব্যবস্থা কবে হবে, তার কোনও ইঙ্গিত দিলীপবাবু দিতে পারেননি।

Advertisement

সোমনাথ ছিলেন বিজেপির দক্ষিণ শহরতলি জেলার সভাপতি। গত ২৬ জুন তাঁকে দক্ষিণ কলকাতার জেলা সভাপতির দায়িত্ব দেন দিলীপবাবু। দক্ষিণ শহরতলিকে দক্ষিণ কলকাতায় মিশিয়েও দেওয়া হয়। গত বুধবার তাঁর বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ করেন প্রাক্তন বিজেপি কর্মী এক তরুণী। এর জেরে দিলীপবাবুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দিয়েছেন সোমনাথ। দলীয় সূত্রের খবর, সোমনাথের দাবি, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। কিন্তু দলের ভাবমূর্তির কথা ভেবে তিনি পদত্যাগ করছেন। দিলীপবাবু এ দিন বলেন, ‘‘সোমনাথ জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। নতুন সভাপতি নিয়ে সিদ্ধান্ত না-হওয়া পর্যন্ত তাঁকেই কাজ চালাতে বলা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement