বুধবার বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চেই তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। ফাইল চিত্র।
প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের তদন্তে কত দূর এগোল কলকাতা হাই কোর্টকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে এ ব্যাপারে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তারা। তবে রিপোর্ট জমা পড়েছে মুখবন্ধ খামে। তাই তদন্তে সিবিআই কত দূর এগিয়েছে তা জানা যায়নি।
প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারও এই মামলায় দ্বিতীয় দফার নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে দু’টি তালিকা চেয়ে পাঠিয়েছেন বিচারপতি। বুধবার বিচারপতির একক বেঞ্চেই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই।
রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনিয়মের তদন্তের পাশাপাশি আরও বেশ কয়েকটি অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টেট বা প্রাথমিকে শিক্ষক নিয়োগে অনিয়মের সঙ্গে এসএসসির নিয়োগে অনিয়মের মামলাও রয়েছে সিবিআইয়ের হাতে। আছে গরুপাচার, কয়ল পাচার মামলার তদন্তভারও। এই সব মামলায় তল্লাশি অভিযানের পাশাপাশি, অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করার কাজও চলছে। সব দিক সামলেই চলছে টেটের তদন্তও। এখনও পর্যন্ত সেই তদন্ত কত দূর এগিয়েছে তা বুধবার আদালতকে জানানো হল। মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেন সিবিআই। সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত চলছে।