টেট মামলার রায় মুলতুবি

প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট নিয়ে মামলায় দু’পক্ষের সওয়াল শেষ। বুধবার রায় ঘোষণা মুলতুবি রাখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনান।

Advertisement
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৩
Share:

প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট নিয়ে মামলায় দু’পক্ষের সওয়াল শেষ। বুধবার রায় ঘোষণা মুলতুবি রাখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনান। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানায়, যে-সব প্রতিষ্ঠান শিক্ষকতার প্রশিক্ষণ দেবে, ২০০৯ সাল পর্যন্ত তাদের অধিকাংশেরই এনসিটিই-র অনুমোদন ছিল না। তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে ওই সব প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সার্টিফিকেট অগ্রাহ্য করেছে। গত অক্টোবরের টেট বাতিলের দাবিতে যে-সব প্রশিক্ষিত প্রার্থী মামলা করেছেন, তাঁদের আইনজীবী সৌমেন দত্ত এ দিন ফের দাবি করেন, টেটের বিজ্ঞপ্তি জারির সময় রাজ্যে প্রশিক্ষিত প্রার্থীর সংখ্যা ছিল ৫৯ হাজারেরও বেশি। কিন্তু গত বছরের ২৩ মার্চ কেন্দ্রের কাছে প্রশিক্ষণহীনদের টেটে বসার সুযোগ দেওয়ার আবেদনপত্রে সেই তথ্য গোপন করে যায় রাজ্য সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement