TET

গান্ধীমূর্তির পাদদেশে আগামী ৪০ দিন ধর্নায় বসতে পারবেন টেট উত্তীর্ণেরা, জানাল কোর্ট

২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা চাকরির দাবিতে দীর্ঘ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে পুলিশ। হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৬:১৮
Share:

হাই কোর্ট জানাল, আপাতত ৪০ দিনের জন্য ওই স্থানে ধর্না দিতে পারবেন ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা। — ফাইল ছবি।

গান্ধীমূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের ধর্নার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, আপাতত ৪০ দিনের জন্য ওই স্থানে ধর্না দিতে পারবেন ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা।

Advertisement

এর আগে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, ১৬ সেপ্টেম্বর থেকে পাঁচ দিন তাঁরা গান্ধীমূর্তির পাদদেশে ধর্না দিতে পারবেন। সেই নির্দেশও দিয়েছিলেন বিচারপতি মান্থা। আদালতের নির্দেশ মেনে ধর্নার অনুমতি দিয়েছিল পুলিশও। তবে পরে তাঁদের তুলে দেওয়া হয়।

২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা চাকরির দাবিতে দীর্ঘ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে পুলিশ। পুলিশের ওই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। বুধবারই এ সংক্রান্ত মামলা দায়েরের অনুমতি মেলে। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি মান্থার এজলাসে। তার পরেই বিচারপতি নির্দেশ দেন, আপাতত ৪০ দিন চাকরিপ্রার্থীরা ধর্নায় বসতে পারবেন গান্ধীমূর্তির পাদদেশে।

Advertisement

গত কয়েক দিন ধরে চাকরির দাবিতে শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন টেট এবং এসএসসি চাকরিপ্রার্থীরা। এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে বলে পাল্টা জনস্বার্থ মামলা হয় হাই কোর্টে। সেই মামলার রায় স্থগিত রেখেছে হাই কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement