Ayan Sil

অয়নের দুর্নীতিতে ইডির নজরে পুত্রের বান্ধবীর বাবাও, তিনি উচ্চপদস্থ! পরিচয় জানাল ইডি

মঙ্গলবার নগর দায়রা আদালতে শুনানি ছিল অয়নের। সেখানেই ইডি জানায় অয়নের মামলায় তাঁর স্ত্রী কাকলি শীল ছাড়াও আরও তিন জনের উপর নজর রয়েছে ইডির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৮:৫৪
Share:

অয়নের মামলায় ইডির নজরে তাঁর পুত্র, পুত্রের বান্ধবী, বান্ধবীর বাবাও। নিজস্ব চিত্র।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির প্রোমোটার অয়ন শীলের বিরুদ্ধে তদন্তে নেমেও এক উচ্চপদস্থ ব্যক্তির সন্ধান পেয়েছে ইডি। মঙ্গলবার ইডি আদালতকে জানিয়েছে ওই ব্যক্তির সঙ্গে অয়নের কাছের সম্পর্কও রয়েছে। তিনি অয়নের পুত্র অভিষেক শীলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের বাবা। নাম বিভাস গঙ্গোপাধ্যায়। তিনি এক সময় পশ্চিমবঙ্গ সরকারের একটি দফতরে বড় পদে ছিলেন বলেও জানিয়েছে ইডি।

Advertisement

মঙ্গলবার নগর দায়রা আদালতে শুনানি ছিল অয়নের। সেখানেই ইডি জানায় অয়নের মামলায় তাঁর স্ত্রী কাকলি শীল ছাড়াও এই তিন জনের উপর নজর রয়েছে ইডির। এমনকি, এঁদের মধ্যে কয়েক জনকে আগামী সপ্তাহে তলব করা হবে বলেও আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন ডাকা হবে, তার কারণও ব্যাখ্যা করেছে ইডি। আদালতকে তারা জানিয়েছে, দুর্নীতির টাকার অনেকটাই অয়ন ঢেলেছিলেন বেশ কিছু স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কিনতে। অধিকাংশ ক্ষেত্রে সেই সব সম্পত্তির যৌথ মালিক হিসাবে নাম রয়েছে পুত্র অভিষেক এবং বিভাসের কন্যা ইমনের।

আদালতে ইডি জানিয়েছে, অয়নের পুত্র এবং বিভাসের কন্যার সমান অংশীদারিত্বে যে পেট্রোল পাম্প কেনা হয়েছিল তাতে টাকা জুগিয়েছিলেন অয়নই। ইডির ধারণা নিয়োগ দুর্নীতির টাকাতেই ওই পেট্রোল পাম্পটি কেনেন অয়ন। আবার, দুর্নীতির টাকা দিয়ে দু’জনের নামে একটি রেস্তরাঁ খোলা হয়েছে। তৈরি করা হয়েছে এম/এস ফসিলস নামে একটি অংশীদারি সংস্থাও।

Advertisement

আদালত সূত্রে খবর, এই সব সম্পত্তি কেনার নেপথ্যে অয়নের দুর্নীতির টাকার ব্যবহার করা হয়েছে বলে ইডি জানিয়েছে আদলতে। আর এর পরই আদালতে বিভাসের পরিচয় জানিয়েছেন ইডির আইনজীবী। তিনি বলেছেন, এই বিভাস এক সময় পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন দফতরের যুগ্ম অধিকর্তা ছিলেন। যদিও সরাসরি তাঁর দুর্নীতিতে যোগ থাকা নিয়ে কোনও মন্তব্য করেনি ইডি। তবে ইডি জানিয়েছে, এঁদের প্রত্যেককেই জেরা করার জন্য তলব করা হবে। আগামী সপ্তাহেই এঁদের অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement