West Burdwan

অণ্ডালে পদ্মাবতী মন্দির লাগোয়া বিশাল এলাকায় ফাটল

স্থানীয় প্রশাসন হরিপুর থেকে কাজোরার রাস্তা বন্ধ করে দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অণ্ডাল শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৬:০১
Share:

পদ্মাবতী মন্দির লাগোয়া এলাকা। -শুক্রবারের নিজস্ব চিত্র।

পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানা এলাকার পরাসকোল কোলিয়ারি অঞ্চলে পদ্মাবতী মন্দিরের কাছে অনেকটা জায়গা জুড়ে ফাটল দেখা দিয়েছে। যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

পরাসকোল গ্রাম এবং পদ্মাবতী মন্দির সংলগ্ন এলাকায় যে ভাবে ফাটল দেখা দিয়েছে, তাতে সাধারণ মানুষ ও কোলিয়ারি কর্তৃপক্ষ উদ্বিগ্ন। স্থানীয় প্রশাসন হরিপুর থেকে কাজোরার রাস্তা বন্ধ করে দিয়েছে। খবর পেয়ে অণ্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। প্রায় ৮ মাস আগে সংলগ্ন হরিশপুরে বিশাল ধস নেমেছিল। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য ইসিএল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিন, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। তাঁরা এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement