প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা
চৈত্রের শুরুতেই মেজাজ চড়বে রোদের। বাড়বে দিনের তাপমাত্রাও। আবহাওয়ার মতিগতি দেখে এমনই মনে করছেন আবহবিদেরা। তাঁদের বক্তব্য, আগামী সপ্তাহ থেকেই কলকাতা-সহ রাজ্যের বেশির ভাগ জেলায় তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে!
আবহবিদদের মতে, বাতাসে আর্দ্রতা এখনও সে ভাবে বাড়েনি। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের জোগান থাকলেও তা খুব বেশি বাড়েনি। তাই দিনের বেলায় তাপ বাড়লেও খুব একটা অস্বস্তি হচ্ছে না। ফলে শুকনো গরম মালুম হচ্ছে।
আলিপুর হাওয়া অফিসের হিসেবে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদদের মতে, এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পাল্লা দিয়ে বাড়ে তা হলে যেমন ঘামের অস্বস্তি বাড়বে, তেমনই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিকেলের দিকে
বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে ঝড়বৃষ্টিও হতে পারে।