তাপমাত্রার পারদ এক লাফে ঊর্ধ্বমুখী হওয়ায় গরমে নাজেহাল সারা পশ্চিমবঙ্গ।
এক দিকে রবিবার তাপপ্রবাহে পুড়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা।
এখনও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে। আপাতত আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এমনকি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের প্রভাব পড়বে।
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে যখন পরিস্থিতি নাজেহাল তখন পাহাড় এবং ডুয়ার্সের পাঁচ জেলা ছাড়া উত্তরবঙ্গেও অবস্থা শোচনীয়।
কিছু দিন আগে উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি এমনকি শিলাবৃষ্টিও হয়েছে।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের প্রকোপ থেকে রেহাই পায়নি বেশ কয়েকটি জেলা।
উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম হাওয়ার জন্য এই তাপপ্রবাহের সৃষ্টি।
জানা গিয়েছে, ২৫ থেকে ২৭ এপ্রিল অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে।
তমলুক, বারুইপুর, ডায়মন্ড হারবার, বোলপুর অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নীচেই রয়েছে। রাজ্যে ১৩টি জেলায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির উপর।
গরমে হাঁসফাঁস করছে রাজ্যের বিভিন্ন প্রান্ত।
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় এলাকা ভিত্তিক তাপপ্রবাহ চলতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, দুপুরের দিকে কলকাতা শহরের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে।
বর্তমানে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু কলকাতার আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি হচ্ছে বেশি।
কলকাতায় তাপপ্রবাহ না হলেও তাপপ্রবাহের মত আবহাওয়া অনুভূত হবে।
উত্তরবঙ্গের তিন জেলা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এই দুই উপকূলবর্তী জেলায় তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা ক্রমাগত বাড়ার ফলে সব জেলাই জর্জরিত।