—প্রতীকী ছবি।
শেষ লগ্নেও স্বমহিমায় থাকল শীত। বৃহস্পতিবারের পর শুক্রবারও একধাক্কায় অনেকটা নামল পারদ। আগামী তিন দিন কলকাতা-সহ সারা রাজ্যেই একই রকম ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী সপ্তাহের গোড়া থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সে ক্ষেত্রে মাঘ মাসের সঙ্গে এই মরসুমের জন্য পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত। আসবে বসন্ত।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি। শুক্রবার তা আরও কমে হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সারা দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। মোটের উপর সারা দিন পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে কোথাও কোথাও। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গোটা রাজ্যেই মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকতে পারে।
তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই বৃষ্টির জেরে সাময়িক ভাবে শীতল আবহাওয়া ফিরলেও কনকনে শীত এই মরসুমের জন্য আর ফিরবে না বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বরং আগামী সপ্তাহ থেকে একটু একটু করে তাপমাত্রা বাড়বে। আবহবিদদের একাংশ মনে করছেন, এই সময় এমন তাপমাত্রা থাকা প্রায় অস্বাভাবিক। মূলত উত্তুরে হাওয়ার দাক্ষিণ্যেই আবহাওয়ার এই ভোলবদল বলে মত তাঁদের।