তাপমাত্রা হেরফেরের সম্ভাবনা নেই চলতি সপ্তাহেও। —ফাইল চিত্র।
নিম্নচাপের মেঘ কাটতে না কাটতেই বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ছিল নীচের দিকে। তবে এখনই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস। শীতের মরসুমে এই প্রথম কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী কয়েক দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
তাপমাত্রার মাপকাঠিতে উত্তরবঙ্গের জেলাগুলিকে টেক্কা দিয়েছে পশ্চিমের জেলাগুলি। বুধবার কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কালিম্পংয়ের চেয়েও কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার বাঁকুড়া এবং বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা আরও কম বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং এবং কালিম্পং জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। তা ছাড়া বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।