LA WilD Fire

দাবানলে নোরা! দেশে ফিরতে মরিয়া নায়িকা বললেন, ‘সত্যিই বিধ্বংসী’

এই ভয়াবহ সময়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন নোরা। তাই অবিলম্বে তাঁকে ও তাঁর সহযোগী দলের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫১
Share:
Nora Fatehi and her team had to evacuate hotels due to wild fire in Los Angeles

দাবানলে নোরা ফতেহি। ছবি: সংগৃহীত।

দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস। এই এলাকাতেই বাস হলিউডের বহু তারকার। ম্যান্ডি মুর, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনস্‌— নামী তারকাদের বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। লেলিহান আগুনের কবলে পড়লেন বলিউড তারকা নোরা ফতেহিও। অভিনেত্রী সমাজমাধ্যমে ভাগ করে নিলেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতা।

Advertisement

এই ভয়াবহ সময়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন নোরা। তাই অবিলম্বে তাঁকে ও তাঁর সহযোগী দলের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নোরা সমাজমাধ্যমে এক ভিডিয়োয় বলেছেন, “আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনও দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।”

নোরা এই বিধ্বংসী দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।”

Advertisement

নোরার এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রীকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করছেন তাঁরা।

দাবানল নিয়ে প্রিয়ঙ্কা চোপড়াও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনিও লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এখন। সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও এই পরিস্থিতি নিয়ে তিনিও চিন্তিত। দাবানল রুখতে যাঁরা লড়াই করছেন তাঁদের কুর্নিশ জানিয়েছেন প্রিয়ঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement