Winter

কলকাতায় ফিরল শীত, তিন দিন রাজ্য জুড়ে তাপমাত্রা থাকবে নিম্নগামী

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৭ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্মমুখী থাকবে। তার পর সামান্য তাপমাত্রার হেরফের হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১১:৩৯
Share:

ফাইল চিত্র।

ফের বঙ্গে শীতের আমেজ। পৌষের শেষ সপ্তাহ থেকে শীত উধাও হলেও মকর সংক্রান্তি থেকে ফের পারদ নিম্মমুখী। চলতি সপ্তাহে বজায় থাকবে শীতের আমেজ। তবে কলকাতায় কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা খুবই কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

Advertisement

পাহাড় থেকে সমতলের জেলাগুলিতে অনেকটাই নেমেছে পারদ। কলকতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পৌষের শেষে পারদ চড়ে ২০ ডিগ্রির ঘরে হয়েছিল। প্রায় ৬ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। ফলে ভোর থেকেই শীতের আমেজ বজায় রয়েছে। কলকাতর সর্বোচ্চ তাপামাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যান্য জেলাগুলোর একই ছবি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৭ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্মমুখী থাকবে। তার পর সামান্য তাপমাত্রার হেরফের হতে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের শীতল বাতাস এ রাজ্য ঢুকতে বাধা পাচ্ছিল। আপাতত সেই বাধা সরে যাওয়ায় ফের শীতল বাতাস ঢুকতে শুরু করেছে। উত্তর-পূর্ব ভারত কনকনে ঠান্ডায় কাঁপছে। এ রাজ্যেও তার কিছুটা প্রভাব পড়ছে। তবে এখনই শীত বিদায় নিচ্ছে না বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে।

Advertisement

দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮, বাঁকুড়া ১১.১, বর্ধমান ১২.৩, কোচবিহার ৮.৭, দিঘা ১৫.৩, জলপাইগুড়ি ১০.২, কালিম্পং ৮, মালদহ ১১, পানাগড় ৯.২, পুরুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement