West Bengal Panchayat Election 2023

তেহট্টে তৃণমূলের বিজয় উৎসবে কেন্দ্রীয় বাহিনীর লাঠি, পায়ে চোট পেলেন বিধায়ক তাপস

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে জখম হয়েছেন। তিনি দলবল নিয়ে গণনাকেন্দ্রের সামনে জড়ো হয়েছিলেন বলে অভিযোগ। লাঠিচার্জে তাঁর পায়ে চোট লেগেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

তেহট্ট শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৩:৫২
Share:

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। ফাইল চিত্র।

কেন্দ্রীয় বাহিনীর হাতে ‘আক্রান্ত’ তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। লাঠির ঘায়ে তাঁর পায়ে চোট লেগেছে বলে অভিযোগ। বাহিনীকে পাল্টা হুমকি দিয়েছেন বিধায়ক। যা নিয়ে তেহট্টে ধুন্ধুমার বেধেছে।

Advertisement

মঙ্গলবার তেহট্ট হাই স্কুলে পঞ্চায়েত ভোটের গণনা চলছিল। অভিযোগ, তাপস তাঁর দলবল নিয়ে গণনাকেন্দ্রে পৌঁছন। সেখানে তৃণমূলের জমায়েত হয়। বেশ কয়েক জন গ্রাম পঞ্চায়েত প্রার্থী জয়ী হলে গণনা শেষ হওয়ার আগেই তাপসেরা কেন্দ্রের সামনে বিজয়োৎসব শুরু করেন। জয়ের উল্লাসে মেতে ওঠে তৃণমূল।

পঞ্চায়েত নির্বাচন জেলা ভিত্তিক ফলাফল

বিরোধীরা এর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর দ্বারস্থ হয়। তারা বাহিনীর হস্তক্ষেপ দাবি করে। কেন্দ্রীয় বাহিনী এর পরেই গণনাকেন্দ্রের সামনে গিয়ে তৃণমূল কর্মীদের উল্লাসে বাধা দেয়। জমায়েত সরিয়ে দিতে গেলে তাপস বাধা দেন। এর পরেই তাঁর উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে তাপসের পায়ে চোট লেগেছে। এ ছাড়া, আরও কয়েক জন তৃণমূল কর্মী লাঠির ঘায়ে জখম হয়েছেন।

Advertisement

কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তাপস নিজে এতে ক্ষুব্ধ হয়েছেন। বিরোধীদের কথায় লাঠিচার্জের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিধায়ক। তাঁর পাল্টা হুমকি, বাহিনীর দিকে ইট-পাটকেল ছুড়ে মারবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement