Techno India Group

ব্যারাকপুরে কোভিড স্যাটেলাইট সেন্টার চালু করল টেকনো গ্রুপ, উদ্বোধনে বিধায়ক রাজ

কোভিড রোগীদের নজরদারিতে ওই স্যাটেলাইট সেন্টারে ব্যবহার করা হবে অত্যাধুনিক সফটঅয়্যার। যার নাম ‘কোভিড সিভিয়ারিটি স্কোর’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৯:২৩
Share:

নিজস্ব চিত্র

অত্যাধুনিক সফটঅয়্যার। যার নাম ‘কোভিড সিভিয়ারিটি স্কোর’। সোমবার এই কোভিড সেন্টারের উদ্বোধন করলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী এবং পুর প্রশাসক উত্তম দাস।

Advertisement

ওই অত্যাধুনিক সফটঅয়্যার ব্যবহার করে সারাক্ষণ রোগীর অবস্থার উপর নজরদারি চালানো হবে, যা পূর্বাঞ্চলে এই প্রথম বলে দাবি করা হয়েছে। ‘কোভিড সিভিয়ারিটি স্কোর’ নামক ওই সফটঅয়্যার কাজে লাগিয়ে রোগীর বর্তমান অবস্থা জানা যাবে। যাতে সেই অনুযায়ী সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে পারেন চিকিৎসকরা। এতে আইসিইউ বেড আটকে থাকবে না এবং যাঁদের দ্রুত চিকিৎসা দরকার, তাঁরা উপকৃত হবেন।

সোমবার অবশ্য ১০০ শয্যা নিয়েই শুরু করা যায়নি ওই কোভিড সেন্টার। যাত্রা শুরু হচ্ছে ৩৫টি শয্যা নিয়ে। আগামী মাসের মধ্যেই সংযোজিত হবে আরও ৭৫টি শয্যা। এই চিকিৎসা কেন্দ্রে সব রকম পরিষেবা পাবেন রোগীরা। ওষুধ থেকে রক্ত পরীক্ষা, নার্সিং পরিষেবা, এক্স রে, অক্সিজেন- সমস্ত ব্যবস্থাই থাকছে, এ বিষয়ে বিবৃতি জারি করে জানিয়েছে টেকনো ইন্ডিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement