Taratala

Taratala flyover: শনিবার থেকেই বন্ধ তারাতলা উড়ালপুল, কোন বিকল্প পথে চলাচল করছে গাড়ি

শনিবার বেলা ১২টা থেকে দক্ষিণমুখী যান চলাচল বন্ধ হয়েছে। উত্তরমুখী যানবাহন চলাচলও বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৪:২৮
Share:

দক্ষিণমুখী যান কবে থেকে চলবে, তার কোনও নির্দিষ্ট সময় জানানো হয়নি। ফাইল চিত্র

শনিবার থেকে তারাতলা উড়ালপুল বন্ধ হল। প্রশাসন সূত্রে খবর, সারাইয়ের কাজের জন্যই বন্ধ রাখা হচ্ছে উড়ালপুলটি। শনিবার বেলা ১২টা থেকে দক্ষিণমুখী যান চলাচল বন্ধ করা হয়েছে। তবে উড়ালপুলের রাস্তার বিকল্প হিসেবে দক্ষিণ দিকে যাওয়ার গাড়িগুলি ডায়মন্ড হারবার রোড দিয়ে যাবে।

গত কাল অর্থাৎ শুক্রবার উড়ালপুলে একটি গর্ত লক্ষ করা হয়েছিল। সেই কারণে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল বলে জানা গিয়েছে। এর পরই উড়ালপুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

পূর্ত দফতর রাস্তা সারাইয়ের দায়িত্ব নিয়েছে। দক্ষিণমুখী যান কবে থেকে চলবে, তার কোনও নির্দিষ্ট সময় জানানো হয়নি।

উত্তরমুখী যানবাহন চলাচলও বন্ধ করা হয়েছে। উড়ালপুলের উত্তরমুখী পথে ২৩ এপ্রিল বিকেল ৫টা থেকে ২৫ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত কাজ চলবে। উত্তর দিকে যাওয়া গাড়িগুলিও ডায়মন্ড হারবার রোড দিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে দফতর। এর ফলে যানজটের সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement