Tab scam in Asansol

সাত পড়ুয়ার ট্যাবের টাকা পৌঁছল ভিন্ জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে! আসানসোলে সাইবার থানায় স্কুল

স্কুল সূত্রে খবর, অতীতেও সরকারি প্রকল্পের অর্থ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। তখন কোনও সমস্যা হয়নি। এ বার কী করে এমনটা হল, তা নিয়ে স্বাভাবিক ভাবেই ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২১:২৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ট্যাব কেনার টাকা পাওয়ার কথা ছিল স্কুলের ১৪৭ জন পড়ুয়ার। তাদের মধ্যে ১৪০ জন টাকা পেয়েছে। বাকি সাত জনের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। খোঁজ করে দেখা গেল, সেই টাকা পৌঁছে গিয়েছে ভিন্ জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে! আসানসোলের সরকারি স্কুল কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় ইতিমধ্যেই সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

জেলা শিক্ষা দফতরের বক্তব্য, পুলিশি তদন্তের পরেও যদি ওই টাকা উদ্ধার করা না যায়, তা হলেও ওই সাত পড়ুয়াকে ট্যাব কেনার ব্যবস্থা করে দেবে। জেলায় দায়িত্বে থাকা আধিকারিক দেবাশিস সরকার বলেন, ‘‘শুধু কন্যাপুর নয়, আরও কয়েকটি স্কুলে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা সাইবার থানায় জানিয়েছিল। টাকাগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। যদি তা না-ও করা যায়, তা হলেও যারা ট্যাবের টাকা পায়নি, তাদের আমরা ট্যাব কেনার ব্যবস্থা করে দেব।’’

স্কুল সূত্রে খবর, অতীতেও সরকারি প্রকল্পের অর্থ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। তখন কোনও সমস্যা হয়নি। এ বার কী করে এমনটা হল, তা নিয়ে স্বাভাবিক ভাবেই ধোঁয়াশা তৈরি হয়েছে। ব্যাঙ্ক খোঁজ করতে গিয়েই জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের একটি ব্যাঙ্কের সাত অ্যাকাউন্টে সেই টাকা চলে গিয়েছে। শুধু তা-ই নয়, সেই টাকা তুলেও নেওয়া হয়েছে। এর পরেই আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

স্কুলের প্রধানশিক্ষক সুরজিৎ দাশগুপ্ত বলেন, ‘‘১৪৭ ছাত্রছাত্রীর ট্যাব পাওয়ার কথা। তার মধ্যে সাত জন পড়ুয়ার অ্যাকাউন্টে ওই টাকা ঢোকেনি। বিষয়টি নিয়ে ব্যাঙ্কে খোঁজ করে জানা গিয়েছে, ওই সাত জন ছাত্রছাত্রীর টাকা একই ব্যাঙ্কের উত্তর দিনাজপুরের এক শাখার পৌঁছে গিয়েছে এবং তা তুলেও নেওয়া হয়েছে। আমরা সাইবার থানার দ্বারস্থ হয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement