Swastha Sathee

মালদহে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, অপসারণ চাইল বিজেপি

বিজেপি-র তরফে পঞ্চায়েত প্রধানের অপসারণ চাওয়া হয়েছে।   

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৩:০৯
Share:

-নিজস্ব চিত্র।

দুর্নীতির অভিযোগ আগে তুলে নিতে হবে। না তুললে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধাও পাবেন না। অভিযোগ, গ্রামবাসীদের এমনই হুমকি দিয়েছেন তৃণমূল পরিচালিত ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান।

Advertisement

শুধুই মৌখিক অভিযোগ নয়। এ ব্যাপারে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের তরফে। বিজেপি-র তরফে পঞ্চায়েত প্রধানের অপসারণ চাওয়া হয়েছে।

আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে দিয়ে তা আত্মসাতের অভিযোগ ওঠে সম্প্রতি ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যজিৎ চৌধুরির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গ্রামবাসীদের একাংশ। সেই অভিযোগ প্রত্যাহারের জন্য গ্রামবাসীদের চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এমনকি অভিযোগ প্রত্যাহার না করা হলে গ্রামবাসীদের স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা থেকে বঞ্চিত করারও হুমকি দেওয়া হয়েছে বলে লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে।

Advertisement

অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান সত্যজিৎ চৌধুরি। জেলার বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল অবিলম্বে ওই গ্রাম পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত দুর্নীতি ও দুর্বৃত্তদের আখড়া হয়ে গিয়েছে।’’

আরও পড়ুন: জরুরি ব্যবহারে ফাইজার টিকাকে ছাড়পত্র এ বার আমেরিকাতেও

আরও পড়ুন: গাড়ির চালক-সহ ৭৪ জন কর্মীকে বানিয়েছেন কোটিপতি, মোল্ডিং আজ ব্রিটেনের অন্যতম ব্যবসায়ী

এই অভিযোগ ওঠায় ক্ষুব্ধ জেলা তৃণমূল নেতৃত্বও। জেলা তৃণমূলের পক্ষে দুলাল সরকার বলেন, ‘‘কোনও প্রধান যদি এই ধরনের কাজ করে থাকেন তা হলে দলীয় ও প্রশাসনিক স্তরে তার তদন্ত হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রধানের শাস্তি হবে। দল তাঁর পাশে দাঁড়াবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement