আটকে স্বপন দাশগুপ্ত। ফাইল চিত্র।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে প্রতিবাদ থামার লক্ষণ নেই বিশ্বভারতীতে।
সিএএ-র সমর্থনে বিজেপি সমর্থিত সাংসদ স্বপন দাশগুপ্তের বক্তৃতার পাল্টা প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের একাংশ। রবিবার, ১২ জানুয়ারি রতনপল্লির মাঠে ‘প্রতিরোধের আওয়াজ’ নামে ওই অনুষ্ঠান হবে। তাতে শামিল হতে বিশ্বভারতীর সব ছাত্রছাত্রী, প্রাক্তনী অধ্যাপককে আহ্বান জানাবেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকেলে বিশ্বভারতীর প্রতিবাদী ছাত্রছাত্রীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ দিনই কলকাতা প্রেস ক্লাবে স্বপনবাবু অভিযোগ করেন, বুধবার তাঁকে ঘিরে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের মধ্যে বহিরাগতেরাও ছিল।
বুধবার সিএএ বক্তৃতা ঘিরে দিনভর তপ্ত ছিল বিশ্বভারতী। ছাত্র-বিক্ষোভের মুখে পড়ে বক্তৃতার স্থান পরিবর্তন করেও আন্দোলনকে দমানো যায়নি। শ্রীনিকেতনে বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগে রাত ৯টা পর্যন্ত ঘেরাও হয়ে থাকতে হয় প্রধান বক্তা স্বপনবাবু, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, অধ্যাপক, আধিকারিক এবং একাধিক বিজেপি নেতা-কর্মীকে। ৫ ঘণ্টারও বেশি সময় ঘেরাও থাকার পরে মুক্ত হন তাঁরা।
এ দিন স্বপনবাবু বলেন, ‘‘সিএএ-বিরোধী বক্তারাও আমন্ত্রিত ছিলেন। তাঁরা না এলে কী করব?’’