মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দল ছাড়লেন শুভেন্দু অধিকারী।
অমিত শাহের বঙ্গসফরের আগে তৃণমূলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি চুকিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী। যা থেকে স্পষ্টতর হচ্ছে অমিতের সফরেই তাঁর বিজেপি-তে যোগদানের সম্ভাবনা। যা খানিকটা ঠারেঠোরে হলেও মেনে নিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। শুভেন্দু কি শনিবার অমিতের মেদিনীপুরের সভায় বিজেপি-তে যোগ দিচ্ছেন? দিলীপের জবাব, ‘‘মনে তো তাই হচ্ছে। তবে উনি বিচক্ষণ ব্যক্তি। রাজনীতিতে যথেষ্ট অভিজ্ঞ। উনি নিশ্চয়ই জানেন, কবে এবং কোথায় যোগ দেবেন। আমরা তো আগেই বলেছি, শুভেন্দু আমাদের দলে এলে স্বাগত।’’
বুধবার বিকালে শুভেন্দু বিধায়কপদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার ২৪ ঘন্টার মধ্যেই দেখা গেল, তিনি তৃণমূলও ছেড়ে দিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে শুভেন্দু তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছেন। তৃণমূলের লেটারডেহে লেখা চিঠিতে শুভেন্দু লিখেছেন, তিনি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ-সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছেন। তাঁকে যেন ওই সব দায়িত্ব থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশিই তিনি জানিয়েছেন, তাঁকে দল যে সময় দিয়েছে এবং চ্যালেঞ্জের মোকাবিলা করতে দিয়েছে, তার জন্য তিনি দলকে ধন্যবাদ জানাচ্ছেন। দলে তিনি যে সময় কাটিয়েছেন, তা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে থাকবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি শুভেন্দুর ইস্তফা গ্রহণ করেননি। কারণ, সেটি ‘বৈধ’ নয়। এখন দেখার, স্পিকার শুভেন্দুকে চিঠি লিখে জানান কি না যে, তাঁকে আবার এসে ইস্তফা দিতে হবে। কিন্তু সে একান্ত ভাবেই ‘টেকনিক্যাল’ কারণ। তার ফলে শুভেন্দুর বিধায়কপদ-ত্যাগ, তৃণমূল-ত্যাগ বা বিজেপি-তে যোগদান কোনও ভাবেই আটকাবে না।
আরও পড়ুন: তাঁর জনশক্তি আছে, সেটাই আসল শক্তি, বিধায়ক পদ ছেড়ে বলে দিলেন শুভেন্দু
শুভেন্দুর দলত্যাগের চিঠিতেও একটি লক্ষ্যণীয় বিষয় রয়েছে। চিঠির একেবারে উপরে ডানদিকে তারিখের জায়গায় ‘১৫’ সংখ্যাটির উপর কলম চালিয়ে সেটিকে ‘১৬’ করা হয়েছে। অথচ, শুভেন্দুর দলত্যাগের চিঠি যেদিন প্রকাশ্যে এসেছে, সেই বৃহস্পতিবার ১৭ তারিখ। যা থেকে এমন সম্ভাবনাও তৈরি হচ্ছে যে, শুভেন্দু একইদিনে বিধায়কপদ এবং দল ছেড়েছেন। কিন্তু তাঁর দলত্যাগের চিঠিটি প্রকাশ্যে এসেছে তার একদিন পরে।
এই বিষয়টিও অবশ্য আপাতত অপ্রাসঙ্গিক। এখন যে সম্ভাবনা সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে, তা হল মেদিনীপুরে অমিতের সভায় শুভেন্দুর বিজেপি-তে যোগদান। তাৎপর্যপূর্ণ ভাবে, মেদিনীপুরে অমিতের কর্মিসভা করার কথা ছিল। কিন্তু তা পাল্টে ফেলা হয়েছে জনসভায়। যা থেকে অনুমান করা হচ্ছে, শুভেন্দু যোগদানের বিষয়টিকে বিজেপি ‘মেগা শো’ হিসেবে উপস্থাপিত করতে চাইছে। এরই পাশাপাশি এটাও দেখার যে, শুভেন্দুর সঙ্গে তৃণমূল থেকে আরও কেউ ওই সভায় বিজেপি-র ঝান্ডা হাতে নেন কি না।
আরও পড়ুন: নড্ডা-হামলায় ‘বিতর্কিত’ তিন আইপিএস-কে বদলি করছে কেন্দ্র