Suvendu Adhikari

অখিল-মন্তব্যে বোসকে চিঠি শুভেন্দুর, রাজভবনে সুকান্ত

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০৭:২৮
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছেন, বর্তমান কারামন্ত্রীর স্বভাব সাংবিধানিক শীর্ষ পদাধিকারীদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করা। এর আগে তিনি রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন। এ বার তাঁর লক্ষ্য রাজ্যপাল বোস। শুভেন্দুর দাবি অনুযায়ী, গত ৪ নভেম্বর কাঁথিতে অখিল বলেছিলেন, কোনও এক ব্যক্তির হোয়াট্সঅ্যাপে রাজ্যপাল সম্পর্কে বেশ কিছু আপত্তিকর তথ্য থাকার কারণেই সেই ব্যক্তির দুর্গা পুজোয় রাজ্যপাল গিয়েছিলেন। সেই সঙ্গে দাবি করা হয়েছে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে আলোচনা করতে বাধ্য হয়েছেন, কারণ রাজ্যের গোয়েন্দা বিভাগ ও নবান্নের কাছেও সেই তথ্য রয়েছে। শুভেন্দু এই বিষয়ে রাজ্যপালের কড়া পদক্ষেপের দাবি করেছেন।

Advertisement

কাঁথিতে গত শনিবার তৃণমূলের কৃষক শাখার কর্মসূচিতে অখিল বলেছিলেন, ‘‘কুণাল ঘোষের পুজো মণ্ডপ উদ্বোধন করতে কেন গিয়েছিলেন রাজ্যপাল? মোবাইলে যে সব মেসেজ আছে, সেগুলো সব বলব?’’ তার প্রেক্ষিতেই সোমবার শুভেন্দু চিঠি পাঠিয়েছেন রাজ্যপালকে। তবে এ ব্যাপারে জানতে চাওয়া হলে অখিল এ দিন কোনও মন্তব্য করতে চাননি। মন্ত্রী-পুত্র সুপ্রকাশ গিরির অবশ্য দাবি, ‘‘রাজ্যপালকে উদ্দেশ্য করে উনি (অখিল) এমন কিছু বলেননি। শুভেন্দু কথা সম্পাদনা করে ভিডিয়োটা ছেড়েছেন। ওঁর সাহস থাকলে পুরো ভিডিয়োটা প্রকাশ করুন। উনি মিথ্যা প্রচার করছেন।”

রাজ্যপাল বোসকে বিজয়ার শুভেচ্ছা জানাতে এ দিনই রাজভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বোসের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে তিনি বলেন, ‘‘রাজভবনকে ছোট্ট গণ্ডির মধ্যে আটকে না রেখে যে ভাবে রাজ্যপাল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, মানুষ যখনই আক্রান্ত হয়েছেন, তিনি সরাসরি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সেই জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়ে এলাম।’’ তাঁর দাবি, “রাজ্যে যে ভাবে বিভিন্ন দুর্নীতি হয়েছে, তার থেকে মুক্ত নয় স্বাস্থ্য দফতরও। আমি সেই তথ্য রাজ্যপালকে দিয়ে এসেছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement