Suvendu Adhikari

বিভাজনের কৌশল মমতার, তোপ শুভেন্দুর

অযোধ্যার রামমন্দির উদ্বোধনে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশীদের না থাকার প্রসঙ্গ তুলে বিজেপির নিজেদের মধ্যে ‘বিভাজনে’র পাল্টা খোঁচা দিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ ০৬:৫৩
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

মুখে গণতন্ত্র রক্ষার কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গণতান্ত্রিক ব্যবস্থায় ভাগাভাগির চেষ্টা করছেন বলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অযোধ্যায় রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’র দিনে কলকাতায় ‘সংহতি মিছিল’ করার পরে সভায় তৃণমূল নেত্রী মমতা বলেছিলেন, ‘‘বিজেপি যেমন করে, তেমনই আবার মুসলমানদের মধ্যে কিছু দালাল নেতা তৈরি করেছে। বিজেপির টাকা নিয়ে ভোট ভাগ করতে চায়। এদের কখনও ক্ষমা করব না।’’ তৃণমূল নেত্রীর এই বক্তব্যের পাশাপাশিই পার্ক সার্কাসের ওই সভাতেই সারা ভারত ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান উমর আহমেদ ইলিয়াসির একটি বক্তব্যের ভিডিয়ো ক্লিপ মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ড্‌লে (পূর্বতন টুইটার) পোস্ট করেছেন বিরোধী দলনেতা। ষেখানে ইমামকে ‘অখণ্ড ভারতে’র কথা বলে ভারতকে মজবুত করার ডাক দিতে শোনা যাচ্ছে। শুভেন্দুর অভিযোগ, অখণ্ড ভারতের স্বার্থে যেখানে মানুষের মধ্যে ভাগাভাগি নেই, সেখানে তৃণমূল নেত্রীই বিভাজন করছেন। বিরোধী নেতার প্রশ্ন, ‘‘গণতান্ত্রিক দেশে কাউকে ক্ষমা করা বা না-করার উনি (মুখ্যমন্ত্রী) কে? উনি কি মুসলিমদের ভয় দেখাতে চান?’’ অযোধ্যার রামমন্দির উদ্বোধনে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশীদের না থাকার প্রসঙ্গ তুলে বিজেপির নিজেদের মধ্যে ‘বিভাজনে’র পাল্টা খোঁচা দিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, ‘‘বিভাজনের রাজনীতি বিজেপিই করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement