শুক্রবার মেদিনীপুর শহরের সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।
তৃণমূল নেতা-বিধায়কদের দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে তাঁর কাছে সমস্ত তথ্যও রয়েছে বলে দাবি শুভেন্দুর। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই সে সব তথ্য প্রকাশ্যে আনবেন। তাঁর কথায়, ‘‘তৃণমূলের নেতাদের কী ছিল, আর কী হয়েছে, সব তথ্য রয়েছে। নির্বাচনের দিন ঘোষণা হোক, সব বলব।’’ শুভেন্দুর এই দাবিকে ভিত্তিহীন বলে নস্যাৎ করেছে শাসকদল।
শুক্রবার মেদিনীপুর শহরে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু। ওই কর্মসূচি শেষে শহরে একটি সভাও করেন তিনি। সেখানে নিজের ভাষণে নাম না করে গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী এবং দাঁতনের বিধায়ক বিক্রম প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলছেন, ‘‘গড়বেতার বিধায়কের কী ছিল? আর এখন কী রয়েছে। কলকাতায় ফ্ল্যাট-গাড়ি হল কী ভাবে? সব তথ্য রয়েছে।’’
শুভেন্দুর দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী। তিনি বলেন, ‘‘শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক সমাবেশে তার জবাব দেওয়া হবে।’’ তাঁর পাল্টা দাবি, ‘‘মেদিনীপুরের সভায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছেন তিনি (শুভেন্দু)। কোথায় ফ্ল্যাট কিনেছি? বলতে তো হবে! গাড়িটাই বা কোথায়? হাওয়ায় কথা বললে তো হবে না। আমাদের কাছেও ওঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রাজনৈতিক সভায় সব বলব।’’