জনতার আশীর্বাদ চান শুভেন্দু

পরে খড়্গপুরেও যান শুভেন্দু। শহরের টাউন হল প্রাঙ্গণে তৃণমূলের বস্ত্রদানে যোদ দেন। আজ, রবিবারও শহরে চারটি এসি বাসের উদ্বোধন করার কথা পরিবহণমন্ত্রীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:২২
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র

লোকসভায় বিপর্যয়ের পরে জঙ্গলমহলের ভার তাঁকে সঁপেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ায় সেই জঙ্গলমহলে এসে আমজনতার আশীর্বাদ চাইলেন শুভেন্দু অধিকারী। শনিবার ঝাড়গ্রামে রাজনৈতিক ও প্রশাসনিক দু’টি কর্মসূচিতে হাজির ছিলেন শুভেন্দু।

Advertisement

এ দিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে শহর তৃণমূল আয়োজিত বস্ত্র বিতরণে শুভেন্দু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন। আমরা সবাই আছি। আপনাদের সবার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা জানাই।’’ পরে ঝাড়গ্রাম ফরেস্ট রেঞ্জ অফিসের সভাঘরে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে পুজোর পথ নির্দেশিকা (রোড ম্যাপের) প্রকাশ করেন শুভেন্দু। শুভেন্দু বলেন, ‘‘আমি একটা সময় দেখেছিলাম জঙ্গলমহলবাসী পুলিশ দেখলে ভয় পেতেন। আর আমাদের আমলে পুলিশ উৎসব-অনুষ্ঠানে মানুষের সঙ্গে রয়েছে।’’ দেবীপক্ষের সূচনায় তাঁর বার্তা, রাজ্যের কল্যাণকর কর্মসূচির সুফল যাতে প্রত্যেকের কাছে পৌঁছয় তা দেখার দায়িত্ব জনগণেরও। কোথাও সমস্যা বা অন্যায় হলে সরাসরি জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করার নিদান দেন শুভেন্দু। পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌর জানিয়েছেন, এ বছরও পুলিশের উদ্যোগে প্রবীণ নাগরিকদের পুজো পরিক্রমা করানো হবে। এ দিন পুলিশের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে।

পরে খড়্গপুরেও যান শুভেন্দু। শহরের টাউন হল প্রাঙ্গণে তৃণমূলের বস্ত্রদানে যোদ দেন। আজ, রবিবারও শহরে চারটি এসি বাসের উদ্বোধন করার কথা পরিবহণমন্ত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement