সন্দেহভাজন অন্তর্ঘাতকারীরা সভায় রয়েছে বলে অভিযোগ উঠতেই সোমবার মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল। একবার দলের জেলা পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই ব্যাপক হইচই হল, আরেকবার তাঁর অনুপস্থিতিতে, দলীয় কর্মীদের শান্ত করতে রীতিমতোও বেগ পেতে হল জেলা নেতৃত্বকে। শুভেন্দুবাবুর বক্তব্য, ভোটের ভরাডুবির কারণ নিয়ে তিনি জেলার পরাজিত ১২ জন প্রার্থীর রিপোর্টই পেয়েছেন। যথাসময়ে নেত্রীর কাছে রিপোর্ট দেবেন। তবে তৃণমূলে থেকে যাঁরা তৃণমূলকে হারিয়েছে ২১ জুলাইয়ের পর তাদের আর দলে স্থান হবে না।