বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।
চার দিনের সফরে বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লি সফর সেরে কলকাতায় ফিরলে আবারও রাজধানী যেতে পারেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আগামী ১১ অগস্ট দিল্লি যেতে পারেন তিনি।
গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলায় ফিরেছেন শুভেন্দু। দেখা করেছিলেন এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও। মঙ্গলবার রাতের বিমানেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন শুভেন্দু।
তবে শুভেন্দুর এই ঘন ঘন দিল্লি যাওয়ার পিছনে নানা সমীকরণের ইঙ্গিত রয়েছে। যদিও শুভেন্দুর একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের তলব পেয়েই দিল্লি গিয়েছিলেন শুভেন্দু। কিন্তু এ বার বিরোধী দলনেতা যাবেন উপরাষ্ট্রপতি পদে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। বিজেপি শিবির ধরেই নিচ্ছে, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ধনখড় জয়ী হবেন। তাই আগে থেকেই দেশের সব গুরুত্বপূর্ণ নেতাদের তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পাঠানো হয়েছে। ওই সফরেই শুভেন্দু বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গেও দেখা করতে পারেন বলে একটি সূত্রের দাবি।
প্রসঙ্গত, আগামী শুক্রবার দেশে উপরাষ্ট্রপতি নির্বাচন। মূলত ধনখড় ও মার্গারেট আলভার মধ্যে ‘লড়াই’। রাজ্যসভা ও লোকসভার সাংসদেরা এই নির্বাচনে ভোট দেবেন। তবে সংখ্যাধিক্যের নিরিখে এই লড়াইয়ে এনডিএ প্রার্থী ধনখড় অনেকটাই এগিয়ে। তাই ধনখড়ের উপরাষ্ট্রপতি পদে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন শুভেন্দুও। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে বিরোধী দলনেতা শুভেন্দুর সঙ্গে ধনখড়ের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। তাই শুভেন্দুর এ বারের সফর রাজনৈতিক হলেও, ১১ অগস্ট শুভেন্দুর দিল্লি যাওয়ার মূল উদ্দেশ্য উপরাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান।