বিরোধী দলনেতা শুভেন্দুকে আক্রমণ করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রাফিক: সনৎ সিংহ।
‘‘শুভেন্দু অধিকারী ব্ল্যাক বোর্ড নেননি, নিয়েছেন ব্ল্যাক মানি!’’ এ ভাবেই বিরোধী দলনেতা শুভেন্দুকে আক্রমণ করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় শুভেন্দুর অভিযোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন তিনি। সেই প্রশ্নের জবাবেই বেহালা পশ্চিমের বিধায়কের এমন উক্তি। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আক্রমণ শানিয়েছিলেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী দাবি করেন, বিরোধী দলনেতা সরকারে যখন মন্ত্রী ছিলেন, সেই সময় তিনি মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলায় চাকরি দিয়েছেন। সঙ্গে আরও অনেক সুযোগ-সুবিধা নিয়েছিলেন শিক্ষা দফতর থেকে।
সেই অভিযোগের জবাবে শুভেন্দু বলেছিলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন আমি আমার বিধানসভা কেন্দ্রের জন্য একটি ব্ল্যাক বোর্ডও নিইনি।’’ তিনি আরও বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী থাকাকালীন আমি শিক্ষা দফতরে চিঠি দিয়ে কোনও চাকরি, বদলি কিংবা নিজের বিধানসভা কেন্দ্রের জন্য কোনও কিছুর আবেদন জানাইনি। তার কোনও প্রমাণ এই সরকার দিতে পারবে না।’’ সোমবার নিজের সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেছিলেন, ‘‘নন্দীগ্রামের মানুষের সঙ্গে থেকে আমি আন্দোলন করেছিলাম বলেই আজ মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয়া।’’ জবাবে পার্থ বলেন, "উনি আসলে জোগানদার অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের না থাকলে সিঙ্গুর ও নন্দীগ্রাম হত না। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই অধিকারীরা অধিকারী হয়েছেন। এটা যেন বিরোধী দলনেতা মনে রাখেন।"
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।