ফাইল চিত্র।
এ বার প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়েও ‘তোলাবাজ ভাইপোর’ বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন শুভেন্দু অধিকারী। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দু’জন ‘চাকরির কন্ট্রাক্টর’-এর উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ‘‘ওই দু’জন কলকাতায় বস্তা পৌঁছে দিয়েছে। আর কলকাতা থেকে তোলাবাজ ভাইপোর কোম্পানি এখানে নিয়োগ করে পাঠিয়েছে।’’
বিজেপির বিভিন্ন নেতানেত্রী ইতিমধ্যেই ভাইপো’ হিসাবে সরাসরি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে এনেছেন। অপর দিকে, অভিষেকও পাল্টা আইনি নোটিস দিয়েছেন কারও কারও বিরুদ্ধে। শুভেন্দু অবশ্য নাম না করে ‘ভাইপো’র বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যাচ্ছেন।
রবিবার পুরুলিয়ার কাশীপুরের হাটতলায় বিজেপির সভা ছিল। বিজেপিতে যোগ দেওয়ার পরে তাঁকে টেট দুর্নীতিতে অভিযুক্ত করে পুরুলিয়া শহরে মিছিল করে তৃণমূল। সমাজমাধ্যমে তা চোখে পড়েছে জানিয়ে শুভেন্দু পাল্টা অভিযোগ তোলেন। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের ‘পতি’ ও পূর্ব মেদিনীপুরের মহম্মদপুরের ‘প্রধান’ নামে দু’জন চাকরির কন্টাক্টরের কথা উল্লেখ করেছেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘আমি নাম বলছি না, ডিফেমেশনের ব্যাপার আছে।’’
ওই দু’জন কারা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পুরুলিয়া জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ‘‘যে সময়ের কথা বলছেন, তখন শুভেন্দু নিজে মন্ত্রিসভায় ছিলেন। এত দিন পরে এ সব বলে নিজের ঘাড় থেকে দায় ঝাড়ার চেষ্টা করছেন।’’