মুখে কালো কাপড় বেঁধে অবস্থান করলেন দুলাল বর।—নিজস্ব চিত্র।
সাসপেনশনের প্রতিবাদে বিধানসভার বাইরে সিঁড়ির সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান করলেন ‘দলবদলু’ বিজেপি বিধায়ক দুলাল বর। বাসন্তীতে এক মহিলাকে ধর্ষণের ঘটনা নিয়ে বিধানসভা অধিবেশনে ওয়েলে নেমে প্রতিবাদ করেছিলেন দুলাল। তাঁর প্রতিবাদের ভঙ্গি ঠিক ছিল না, এই অভিযোগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলাভঙ্গের দায়ে দুলালকে চলতি অধিবেশনের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করেন। তার প্রতিবাদে বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টা বিধানসভা চত্বরে অবস্থান করেন দুলাল। অধিবেশন চলাকালীন আজ, শুক্রবারও অবস্থান চালাবেন বলে জানিয়েছেন বাগদার বিধায়ক।