Wrestlers Protest

কুস্তিগির-কাণ্ডে সুস্মিতার চিঠি

মহিলা ক্রীড়াবিদদের মর্যাদার কথা ভেবে কমিটির সক্রিয় হওয়ার পক্ষে সওয়াল করেছেন সুস্মিতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৮:২৪
Share:

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। ফাইল চিত্র

দেশের মহিলা কুস্তিগিরেরা যৌন হেনস্থার যে অভিযোগ নিয়ে ধর্নায় বসে আছেন, সেই বিষয়ে আলোচনার জন্য সংসদের শিক্ষা, মহিলা, শিশু, যুব ও ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটিকে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। ওই কমিটির সদস্য হিসেবে সুস্মিতা চেয়ারম্যান বিবেক ঠাকুরকে লিখেছেন, পরিস্থিতি যেখানে গিয়েছে, তাতে সংসদীয় কমিটি চুপ করে বসে থাকতে পারে না। কিছু নির্দিষ্ট আইন এবং নিয়ম আছে, যা ক্রীড়া সংস্থাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। এই ক্ষেত্রে ক্রীড়া মন্ত্রকের ভূমিকাও পর্যালোচনা করা উচিত বলে সাংসদের দাবি। মহিলা ক্রীড়াবিদদের মর্যাদার কথা ভেবে কমিটির সক্রিয় হওয়ার পক্ষে সওয়াল করেছেন সুস্মিতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement