—ফাইল চিত্র।
মদন মিত্রের পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পাঠাতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তৃণমূলের সভার পরে মঙ্গলবার আলিমুদ্দিনে ডাকা সাংবাদিক বৈঠকে সূর্যবাবু বলেন, ‘‘গত কাল আমি বলেছিলাম, মদন মিত্রকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল, ২১ জুলাইয়ের সভা থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করুন। কিন্তু, তিনি তা করেননি।’’ কেন করেননি তার ব্যাখ্যা দিতে গিয়ে সূর্যবাবু বলেন, ‘‘মদনের পদত্যাগপত্রটি সাহস করে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পাঠালেই তা গৃহীত হবে বলে ভয় পাচ্ছেন। কারণ, মদন মুখ খুললে উনি আর মন্ত্রিসভায় বসতে পারবেন কিনা জানি না। হয়ত একসঙ্গে হাজত বাস করতে হবে।’’
এ দিন বিভিন্ন প্রসঙ্গে কথা বললেও সারদা থেকে ব্যপম— কোনও দুর্নীতির প্রসঙ্গই মমতা তোলেননি। সিপিএম এটাকেই যে প্রচারের হাতিয়ার করতে চায় সূর্যবাবুর কথায় তা স্পষ্ট। তিনি বলেন, ‘‘উনি সভায় নিষ্ঠার কথা বলেছেন। কিন্তু ওঁর নিষ্ঠা তো কোটি কোটি টাকার চিট-ফান্ড কেলেঙ্কারির প্রতি। তাই সারদা থেকে আরম্ভ করে ব্যপম কোনও দুর্নীতির প্রসঙ্গেই উনি কোনও কথা বলেননি। আর যা বলেছেন, তা সবই অসত্য বা অর্ধসত্য।’’
মমতা এ দিন বিরোধী দল বাম-বিজেপি-কংগ্রেসকে হ-য-ব-র-ল বলে কটাক্ষ করেছেন। এ প্রসঙ্গে সূর্যবাবু বলেন, ‘‘হ-য-ব-র-ল বলে যদি কেউ থাকেন, তা হলে তার সব থেকে বড় উদাহরণ উনি। কারণ, উনি এক দিকে উগ্র বামপন্থী, অন্য দিকে ডানপন্থীদের জুটিয়ে তৃণমূল দল গড়েছেন। ক্ষমতায় থাকার জন্য কখনও বিজেপি, কখনও কংগ্রেসের সঙ্গে জোট করে ভোট লড়েছেন। ওঁর আদর্শ বলে কিছু নেই।’’