রাজীব কুমার। —ফাইল চিত্র।
সারদা মামলায় অক্টোবরের শুরুতে কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছিলেন সিআইডি প্রধান রাজীব কুমার। সেই রায়কে চ্যালেঞ্জ করে ৪ অক্টোবর সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই। আগামী সোমবার নতুন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবড়ের এজলাসে সেই মামলা তালিকাভুক্ত হয়েছে।
সম্প্রতি টাওয়ার গোষ্ঠীর মালিক রামেন্দু চট্টোপাধ্যায়ের জামিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কটক হাইকোর্ট ২১ মাস আগে রামেন্দুকে জামিন দিয়েছিল। সিবিআই কর্তারা মনে করছেন, রাজীব কুমারের
মামলায় সওয়াল করার ক্ষেত্রে রামেন্দুর জামিন নাকচ করার রায় সহায়ক হতে পারে। এক সিবিআই কর্তার কথায়, ‘‘সারদা মামলায় প্রভাবশালীদের ভূমিকা এবং বৃহত্তর ষড়যন্ত্র প্রমাণ করতে হলে
রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। সর্বোচ্চ আদালতে আমরা সে কথাই বলব। প্রয়োজনে নতুন নথি প্রধান বিচারপতিকে দেখানো হবে।’’