Sukanta Majumdar

Sukanta Majumder: সোমবার দিল্লিতে সুকান্ত

দিল্লিতে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে রাজ্য কমিটিতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা করতে পারেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ০৬:৩৯
Share:

ফাইল চিত্র।

বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরে আজ, সোমবার প্রথম দিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার। বিজেপি সূত্রের খবর, দিল্লিতে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে রাজ্য কমিটিতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা করতে পারেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর দেখা হতে পারে।
গত ২০ সেপ্টেম্বর দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্তকে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছে। দিলীপকে দেওয়া হয়েছে দলের সর্বভারতীয় সহ সভাপতির পদ। তার পর রবিবার পর্যন্ত দু’জনের কেউই দিল্লিতে যাননি। দিলীপ জানিয়েছেন, আপাতত কলকাতা এবং তাঁর লোকসভা কেন্দ্র মেদিনীপুরে থাকবেন। পরে কেন্দ্রীয় নেতৃত্বের ডাক এলে দিল্লি যাবেন। সুকান্ত এ দিন বলেন, ‘‘সাংসদ হিসাবে আমি প্রায়ই দিল্লি যেতাম। নতুন কিছু নয়। এখন রাজ্য সভাপতি হওয়ার পরে কিছু কাজ থাকে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমার সৌজন্য সাক্ষাৎ করার কথা। ওঁরা ব্যস্ত মানুষ। সময় দিলে কথা হবে।’’ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কি নতুন রাজ্য কমিটি গড়া নিয়ে কথা হবে? সুকান্তর বক্তব্য, ‘‘রাজ্য কমিটি আগেও ছিল, এখনও আছে। প্রয়োজনীয় কিছু পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’’
বিধানসভা ভোটের পর থেকে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একাধিক বার জানিয়েছিলেন, দলের রাজ্য কমিটিতে পরিবর্তন হবে। তাঁর বক্তব্য ছিল, বিজেপি এখন রাজ্যের একমাত্র বিরোধী দল। অনেক নতুন মুখ উঠে এসেছে। সকলকে যোগ্য মর্যাদা এবং কাজের সুযোগ দেওয়া দরকার। আবার ভোটে দলের যাঁরা যথেষ্ট কাজ করেননি, তাঁদের
দায়িত্ব বদল করাও প্রয়োজন। ভোটে সকলের ভূমিকা খতিয়ে দেখে রাজ্য কমিটিতে পরিবর্তন করা হবে। যদিও সেই পরিবর্তন হওয়ার আগে রাজ্য সভাপতি পদেই বদল ঘটিয়ে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এ বার নয়া রাজ্য সভাপতি সুকান্তর হাতে নতুন রাজ্য কমিটি তৈরি হবে। নতুন কমিটিতে পুরনোদের কারা বাদ পড়তে পারেন, কাদের পদ বদল হতে পারে এবং কোন কোন নতুন মুখ জায়গা পেতে পারে— তা নিয়েই এখন বিজেপির অন্দরমহলে জোর চর্চা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement