—ফাইল চিত্র।
অনির্দিষ্ট কালের জন্য অনশনরত প্রাথমিক শিক্ষকদের সঙ্গে কথা বলে রাজ্য সরকার যাতে দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী হয়, সেই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বার চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।
বিকাশ ভবনের পাশে অনশনরত শিক্ষকদের মঞ্চে ইতিমধ্যেই ঘুরে এসেছেন সুজনবাবু। মুখ্যমন্ত্রীকে তিনি লিখেছেন, সর্বভারতীয় যোগ্যতামানের সঙ্গে সম্পর্কিত হয়েই ওই শিক্ষকেরা পড়ানোর কাজে নিযুক্ত আছেন। সর্বভারতীয় কাঠামোর সমতুল বেতনের জন্য তাঁদের দাবি যুক্তিযুক্ত।
উদাসীনতা এবং অসংবেদনশীলতা ছেড়ে সরকার অবিলম্বে শিক্ষকদের সঙ্গে কথা বলুক, এই আর্জিই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন সুজননবাবু। একই দিনে তিনি আরও একটি চিঠি দিয়েছেন হুগলির গোন্দলপাড়া জুটমিল খোলার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে।