গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ষষ্ঠ বেতন কমিশন এবং বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে নবান্নে আন্দোলন করার দায়ে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।
নবান্নে টিফিন বিরতির সময়ে গত ২৯ নভেম্বর নিজেদের দাবি-দাওয়া নিয়ে মিছিল করার জন্য কর্মচারী সংগঠনের উপরে পুলিশি হামলা হয় বলে অভিযোগ। সুজনবাবু চিঠিতে লিখেছেন, রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক, যুগ্ম সম্পাদক-সহ স্বীকৃত নেতাদের তালিকা তৈরি করে ‘অনৈতিক ও নজিরবিহীন ভাবে’ এক দিনের নোটিসে ১৫ জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
সরকারি কর্মচারীদের সংগঠন করার গণতান্ত্রিক অধিকারের উপরে আক্রমণ বন্ধ করে শাস্তিমূলক নির্দেশ প্রত্যাহারের কথা ফের মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন বাম পরিষদীয় নেতা।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।