বাঁ দিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডান দিকে সুনীল মণ্ডল। ফাইল চিত্র।
বর্ধমান পূর্বের সাংসদ সুনীল কুমার মণ্ডলের সাংসদ পদ খারিজ করার জন্য লোকসভার স্পিকারকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলত্যাগী এই সাংসদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আবেদন করেছেন তিনি।
২০১৯-এর লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন সুনীল। তার পর বিধানসভা নির্বাচনের আগে গত ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজিয়েট মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন সুনীল। যদিও তাতে বিশেষ লাভ হয়নি গেরুয়া শিবিরের। বিধানসভায় বর্ধমানে জেলায় প্রভাব ফেলতে ব্যর্থ হয় বিজেপি। নির্বাচন শেষ হতেই এ বার সুনীলের বিরুদ্ধে পদক্ষেপ করল তৃণমূল।