প্রতীকী ছবি।
রাজ্যের আবগারি দফতর ‘ই-রিটেল’ পোর্টালের মাধ্যমে দুয়ারে মদ পৌঁছে দেওয়ার জন্য চারটি পেশাদার সংস্থার সঙ্গে চুক্তি করছে। সরকারের এমন উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল এসইউসি। মদের বিরুদ্ধে এসইউসি-র অবস্থান বরাবরই পরিচিত। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এই চিঠিতেও দাবি করেছেন, মদের বিক্রি বাড়লে সাংস্কৃতিক অবক্ষয়, নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসাও বাড়বে, গরিব মানুষ আরও নিঃস্ব হবেন। সরকারের নতুন পদক্ষেপের প্রতিবাদ এবং রাজ্যে মদ নিষিদ্ধের দাবি জানিয়ে চণ্ডীবাবু স্বাধীনতা আন্দোলনের সময়ের কথা স্মরণ করিয়ে লিখেছেন, ‘স্বাধীনতা-উত্তর যুগে একটি দল, যার নামের সঙ্গে ‘কংগ্রেস’ কথাটি যুক্ত আছে, সেই দলের পরিচালিত সরকার মদের ব্যবসাকে কেমন করে রাজস্ব বৃদ্ধির অন্যতম মুখ্য উপায় হিসেবে বিবেচনা করতে পারে, তা আমাদের কাছে বোধগম্য নয়’।