ফাইল চিত্র।
নিম্নচাপের ফলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা, ভাঙা বাড়ি পুনর্নির্মাণের জন্য আর্থিক সাহায্য এবং নদীর বাঁধ শক্ত করে মেরামতের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। চিঠিতে তাঁর বক্তব্য, গত কয়েক দিনের টানা বর্ষণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সামনে ষাঁড়াষাঁড়ির কটাল এবং আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও বাঁধ ভেঙেছে, নদীর জল ঢুকেছে, পুকুর-খাল ভেসেছে। ফলে, মাটির বাড়ি ভেঙেছে, সব্জি, পান, ধান ও মাছ চাষের ক্ষতি হয়েছে। রাস্তা ভেঙে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন চণ্ডীবাবু।