দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালনে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা এসইউসির। —নিজস্ব চিত্র।
তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বিজেপির দিকে চলে যাওয়ার ‘বিপদ’ সম্পর্কে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানালেন এসইউসি-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ।
দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালনে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে এসইউসি। সেখানেই প্রভাসবাবু বলেন, ‘‘কাটমানি বাম জমানাতেও ছিল। তৃণমূল জমানায় তা আরও বেড়েছে। কিন্তু তৃণমূলের নানা অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে অনেকে বিজেপির দিকে চলে যাচ্ছেন। তাতে বিপদ বাড়ছে।’’ কাটমানির বিরুদ্ধে তৃণমূলের পদক্ষেপ সম্পর্কে প্রভাসবাবুর কটাক্ষ, ‘‘তৃণমূল কি জানত না, কাটমানি নেওয়া হয়? ভালই জানত। লোকসভা ভোটে ধাক্কা খেয়েছে বলে এখন তারা এই সত্যটা স্বীকার করছে!’’