Durga Puja 2024

এসইউসি-র ১১০০ স্টল

কলকাতা-সহ রাজ্য জুড়ে এ বার ১১০০-রও বেশি বইয়ের স্টল দিয়েছিল তারা। বিদ্যুতের স্মার্ট মিটার সংক্রান্ত বই, শিবদাস ঘোষের ‘কেন এসইউসিআই ভারতের মাটিতে একমাত্র সাম্যবাদী দল’-সহ বেশ কিছু বইও বিক্রি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৪:৫১
Share:

এসইউসি-র বইয়ের স্টল। —নিজস্ব চিত্র।

শারদ উৎসব উপলক্ষে দেওয়া এসইউসি-র বইয়ের স্টলে আর জি কর-কাণ্ডের আবহে তৈরি হওয়া আন্দোলন সংক্রান্ত বইয়ের ভাল চাহিদা ছিল এ বার পুজোয়। দলীয় সূত্রের বক্তব্য, কলকাতা-সহ রাজ্য জুড়ে এ বার ১১০০-রও বেশি বইয়ের স্টল দিয়েছিল তারা। বিদ্যুতের স্মার্ট মিটার সংক্রান্ত বই, শিবদাস ঘোষের ‘কেন এসইউসিআই ভারতের মাটিতে একমাত্র সাম্যবাদী দল’-সহ বেশ কিছু বইও বিক্রি হয়েছে। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্করের বক্তব্য, মোট ৪৫ লক্ষ টাকা মূল্যের বই বিক্রি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement