—ফাইল চিত্র।
মদ বিক্রি করে রাজ্য সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করার নীতির তীব্র প্রতিবাদ জানাল এসইউসি। আগামী বছর মদ বিক্রি করে ২০ হাজার কোটি টাকা রাজস্ব উপাজর্নের লক্ষ্য নিয়েছে রাজ্য। খুচরো বিক্রেতারা তাঁদের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে লাইসেন্স বাতিল হবে। এমন নীতির প্রতিবাদ করে এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সোমবার বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে বেকারি, ছাঁটাই, মূল্যবৃদ্ধি, আর্থিক সঙ্কট যখন চরম আকার ধারণ করেছে, তখন সাধারণ মানুষকে সাহায্য করার পরিবর্তে রাজস্ব আদায়ের নাম করে মাদকাসক্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যাতে দুর্দশাগ্রস্ত মানুষ আরও প্রতিবাদ করতে না পারেন।’’ এই ‘জনবিরোধী’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছেন চণ্ডীদাসবাবু। এসইউসি-র মহিলা সংগঠন এমএসএস-এর রাজ্য সম্পাদক কল্পনা দত্তেরও অভিযোগ, মদের কারণে নারী নির্যাতন, পারিবারিক হিংসা, অপরাধপ্রবণতা বেড়ে চললেও রাজ্য সরকার এ ছাড়া রাজস্ব বৃদ্ধির রাস্তা দেখতে পাচ্ছে না!