Makeup Removal

মেকআপ করে কত ক্ষণ থাকা যায়? কোন সময়ের মধ্যে না তুললে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে

মেকআপ করার সময় যতখানি ধৈর্য থাকে, তোলার সময়ে ঠিক তার উল্টোটাই ঘটে। দাম দিয়ে কেনা নামী সংস্থার প্রসাধনী নিরাপদ ভেবে অনেকেই মুখ ঠিকমতো পরিষ্কারও করেন না। যে কারণে ত্বকে দাগছোপ পড়া, ব্রণ-ফুস্কুরি, র‌্যাশের সমস্যা বেড়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৫
Share:

মেকআপ কত ক্ষণের মধ্যে তোলা জরুরি? না হলে কী হবে? ছবি: ফ্রিপিক।

মেকআপ লাগাচ্ছেন বটে, কিন্তু সময় মতো তা তুলছেন তো? অনেকেই সময় মতো মেকআপ তুলতে ভুলে যান। বাইরে থেকে ফিরে মেকআপ না তুলেই শুয়ে পড়েন। এমন হলে ত্বকের বারোটা বেজে যাবে অচিরেই। মেকআপ করার সময় যতখানি ধৈর্য থাকে, তোলার সময়ে ঠিক তার উল্টোটাই ঘটে। দাম দিয়ে কেনা নামী সংস্থার প্রসাধনী নিরাপদ ভেবে অনেকেই মুখ ঠিকমতো পরিষ্কারও করেন না। যে কারণে ত্বকে দাগছোপ পড়া, ব্রণ-ফুস্কুড়ি, র‌্যাশের সমস্যা বেড়ে যায়। মেকআপ ঠিক কত ক্ষণ ত্বকে লাগিয়ে রাখা নিরাপদ, তা জানেন কি?

Advertisement

মেকআপ নির্দিষ্ট সময়ের মধ্যে না তুললেই ত্বকের ক্ষতি, এমনটাই মত গুরুগ্রামের আর্টেমিস হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের ত্বক চিকিৎসক শিফা যাদবের। তিনি জানিয়েছেন, পেশাগত কারণে অনেককেই রোজ মেকআপ করতে হয়। সে ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে মেকআপ তুলে ভাল করে মুখ পরিষ্কার করতেই হবে। তা না হলে ত্বকের রন্ধ্রে প্রসাধনীর ক্ষতিকর রাসায়নিক জমে গিয়ে তা বিপদ ডেকে আনতে পারে।

কী ধরনের মেকআপ করছেন, তা-ও গুরুত্বপূর্ণ। খুব ভারী মেকআপ করলে, যেমন স্মোকি আই, গ্লিটার লাগালে তা বেশি ক্ষণ লাগিয়ে রাখা যাবে না। ৬-৭ ঘণ্টা রাখলে তেমন ক্ষতি নেই। কিন্তু এর বেশি নয়। সাধারণত মেকআপ করার পর থেকে তা নিয়ে ৮-১০ ঘণ্টা থাকাই যায়। কিন্তু এর বেশি সময় মেকআপ রেখে দিলে ত্বকে প্রদাহ শুরু হতে পারে। আর যদি মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন তা হলে ত্বকে ‘পিগমেন্টেশন’-এর সমস্যা হতে পারে।

Advertisement

সেটি কী? শিফা জানাচ্ছেন, অনেক সময়েই ত্বকের রং বদলাতে শুরু করে। এটি হয় মেলানিন নামে রঞ্জকের কারণে। বিশেষ কিছু কোষ এই মেলানিন তৈরি করে। কোনও কারণে যদি সেই কোষ ক্ষতিগ্রস্ত হয়, তার জের পড়ে মেলানিন তৈরিতেও। ফলে ত্বকে নানা রকম দাগছোপ পড়ে। ছিটছিট দাগের মতো দেখা যায় ত্বকে। ত্বকের রং বদলে যাওয়ার পোশাকি নামই হল পিগমেন্টেশন। মেলানিনের ক্ষরণ বেড়ে গেলে ত্বকে কালচে দাগছোপও পড়তে থাকে, যাকে হাইপার-পিগমেন্টেশন বলে। সূর্যের অতিবেগনি রশ্মি, প্রসাধনীর রাসায়নিক, বিশেষ কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন হতে পারে।

ত্বক চিকিৎসক বলছেন, মেকআপ করার জন্য যে প্রসাধনীগুলি ব্যবহার করা হয় সেগুলিতে সালফেট, ফর্ম্যালডিহাইডের মতো রাসায়নিক থাকে। এগুলিকে ‘কার্সিনোজেন’ বলা হয়। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, কার্সিনোজেন ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে। এগুলি যদি বেশি ক্ষণ ত্বকে লেগে থাকে, তা হলে নানা রকম ক্ষতি করতে পারে। গিপমেন্টেশনের কারণ তো হবেই, পাশাপাশি ম্যালিগন্যান্ট মেলানোমা বা ত্বকের ক্যানসারের কারণও হয়ে উঠতে পারে। তাই সঠিক সময়ে মেকআপ তুলে ফেলাই বিধেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement