প্রতীকী ছবি।
দেশে তৈরি বিলাতি মদের দাম কমানো এবং মদের বিক্রি বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার কড়া প্রতিবাদ জানাল এসইউসি। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের বক্তব্য, ‘‘যখন খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রত্যেক দিন বাড়ছে এবং তা কমানো বা নিয়ন্ত্রণের কোনও প্রচেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না, তখন বিলাতি মদের দাম কমানোর সিদ্ধান্ত আমাদের কাছে খুব নির্লজ্জের মতো মনে হয়েছে। এর মধ্য দিয়ে হয়তো মদের বিক্রি বাড়বে এবং তাতে রাজস্ব বৃদ্ধি হবে কিন্তু গরিব মানুষগুলো মদ কিনে আরও নিঃস্ব হবে।’’ এসইউসি-র মতে, এমন নীতির ফলে পারিবারিক অশান্তি বাড়বে এবং পাড়ায় পাড়ায় মহিলাদের উপরে অত্যাচার বৃদ্ধি পাবে। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে তারা।