প্রতীকী ছবি।
রাজ্যে ৭৫ লক্ষ যুবক-যুবতীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি বাড়ি আবেদনপত্র পূরণ করাতে যাওয়ার যে কর্মসূচি বিজেপি নিয়েছে, তাকে ‘আপত্তিকর ও নিন্দনীয়’ বলে মন্তব্য করল এসইউসি। এর আগে বিজেপির বিদেশ থেকে কালো টাকা এনে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া বা বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতির বাস্তব পরিণতির কথা স্মরণ করিয়ে এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সোমবার বিবৃতিতে বলেছেন, ‘‘মধ্যপ্রদেশে বছরে ১০ লক্ষ, রাজস্থানে ৫০ লক্ষ, মহারাষ্ট্রে মোট ৫ কোটি এবং সদ্যসমাপ্ত বিহারের ভোটের আগে বছরে ১৯ লক্ষ চাকরির প্রতিশ্রুতি তাঁরা দিয়েছিলেন। ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি ও ধোঁকা দেওয়ার এই দেউলিয়া রাজনীতি সম্পর্কে আমরা সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও তাকে বর্জন করার আহ্বান করছি।’’