প্রতীকী চিত্র।
আগামী ২৬ নভেম্বরের ধর্মঘটকে ঘিরে রাজ্যে বৃহত্তর বাম ও কংগ্রেসের ঐক্যে বেঁকে বসল এসইউসি। ধর্মঘটের সমর্থনে আজ, মঙ্গলবার কলকাতায় মশাল মিছিলের ডাক দিয়েছে বাম যুব ও ছাত্র সংগঠনগুলি। সেই মিছিলে শামিল হওয়ার জন্য যুব কংগ্রেস, আরওয়াইএল এবং ডিওয়াইও-কে আমন্ত্রণ জানিয়েছিল ডিওয়াইএফআই। যুব কংগ্রেস এবং আরওয়াইএল তাতে রাজি থাকলেও কংগ্রেসকে নিয়ে আপত্তি তুলেছে এসইউসি-র যুব সংগঠন ডিওয়াইও। তারা আবার ১৮ নভেম্বর শুধু বামপন্থী ছাত্র, যুব ও মহিলাদের নিয়ে আর একটি মিছিলের ডাক দিয়েছে!
ডিওয়াইও-র রাজ্য সম্পাদক নিরঞ্জন নস্কর বামফ্রন্টের চারটি যুব সংগঠনের নেতৃত্বকে চিঠি দিয়ে জানিয়েছেন, যে আর্থিক নীতির কারণে বিজেপির সরকারের বিরুদ্ধে ধর্মঘট, কংগ্রেসই তার পথ প্রদর্শক। তাই তাদের সঙ্গে মিছিলে তারা থাকবে না। ডিওয়াইএফআইয়ের সায়নদীপ মিত্র, আরওয়াইএফের রাজীব বন্দ্যোপাধ্যায়েরা অবশ্য পাল্টা প্রশ্ন তুলেছেন, কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র সঙ্গে যৌথ ভাবে এত ধর্মঘট বা অন্য কর্মসূচি হয়ে যাওয়ার পরে এখন এমন আপত্তির যুক্তি কী? ধর্মঘটের সমর্থনে এবং মহিলাদের দাবি-দাওয়া নিয়ে সোমবারই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছে বাম মহিলা সংগঠনগুলি। চার বাম দলের মহিলা সংগঠনের পাশাপাশি সিপিআই (এম-এল) লিবারেশনের প্রগতিশীল মহিলা সমিতিও মিছিলে শামিল হয়েছিল। যুব মিছিলেও আজ থাকার কথা লিবারেশনের যুব সংগঠন আরওয়াইএল-এর।