Protest

Congress Protest: আড়ি-কাণ্ড, তেলের দামে প্রতিবাদ পথে

বিজেপি-বিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে রাজভবনের সামনের রাস্তায় যুব কংগ্রেসের প্রতিবাদ কিছু ক্ষণ চলার পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ০৮:৩১
Share:

আড়িপাতা কাণ্ড রাজভবনের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ (বাঁ দিকে)। ইন্দিরা গান্ধীর মূর্তির নীচে কলকাতা ছাত্র পরিষদের বিক্ষোভ (ডান দিকে)। নিজস্ব চিত্র।

জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য ক্ষোভ ছিলই। তার সঙ্গে যুক্ত হল আড়িপাতা-কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ। শহরের নানা জায়গায় মঙ্গলবার প্রতিবাদ ও বিক্ষোভে শামিল হল একাধিক রাজনৈতিক দল ও সংগঠন।

Advertisement

রাজভবনের সামনে এ দিন আড়িপাতা-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। ‘জাসুস’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন তাঁরা। নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান। বিজেপি-বিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে রাজভবনের সামনের রাস্তায় যুব কংগ্রেসের প্রতিবাদ কিছু ক্ষণ চলার পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। বিড়লা তারামণ্ডলের কাছে ইন্দিরা গাঁধীর মূর্তির নীচে এ দিনই আড়িপাতা-কাণ্ড ও পেট্রল, ডিজ়েল, গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ হয় কলকাতা জেলা ছাত্র পরিষদের ডাকে। মোদী-শাহের ইস্তফার দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকার বিরুদ্ধে জামা খুলে প্রতিবাদ অবস্থানে বসেন কংগ্রেসের যুব ও ছাত্র নেতারা। ছিলেন দক্ষিণ কলকাতা জেলা যুব কংগ্রেস সভাপতি জয়দীপ দত্ত, অজিতেশ পাণ্ডে, কলকাতা জেলা ছাত্র পরিষদ সভাপতি অর্ঘ্য গণ প্রমুখ।

পেট্রল, ডিজ়েল, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার শহরের অন্যত্র বিক্ষোভের পরে এ দিন শোভাবাজারে কর্মসূচি ছিল ফরওয়ার্ড ব্লকের কলকাতা জেলা কমিটির ডাকে। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (সদর) চিঠি দিয়ে উদ্যোক্তাদের জানিয়েছেন, অতিমারি পরিস্থিতিতে কোনও কর্মসূচি করা যাবে না। আগের বিক্ষোভে অংশগ্রহণের জন্য কয়েক জনের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে। ফ ব-র কলকাতা জেলা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পেট্রো-পণ্যের দামের প্রতিবাদ তো বটেই, শাসক দলের উদ্যোগে ‘অরণ্য সপ্তাহ’ পালনও হচ্ছে মঞ্চ বেঁধে, জমায়েত করে। অথচ কোভিড-বিধি মেনে প্রতিবাদ করলেও বিরোধীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। প্রশাসনের এই ‘পক্ষপাতমূলক’ আচরণের বিরুদ্ধেও প্রতিবাদের ডাক দিয়েছে বামেরা। পাশাপাশি, পুলিশের চাকরির দাবিতে আন্দোলনকারীদের উপরে ভবানী ভবনের সামনে পুলিশের লাঠি চালনার প্রতিবাদে এ দিন হাজরা মোড়ে বিক্ষোভ ছিল ‘আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটি’র ডাকে। পুলিশের সঙ্গে সেখানে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। সুপ্রিয় ভট্টাচার্য, সুকান্ত সিকদার, সঞ্জয় বিশ্বাস-সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement