প্রতীকী ছবি।
শিয়ালদহ দক্ষিণ শাখার চলন্ত বারুইপুর লোকালে ছোড়া পাথরে এক ব্যবসায়ী জখমের ঘটনার এখনও কিনারা হল না।
রেলপুলিশ সূত্রের খবর, সোমবার বারুইপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় সর্দার নামে এক ব্যবসায়ী সোনারপুর থেকে ডাউন বারুইপুর লোকালে ওঠেন। অভিযোগ, ট্রেন মল্লিকপুর স্টেশন ছাড়ার পরে এলোপাথাড়ি পাথর পড়তে থাকে। কয়েকটি পাথরের আঘাতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা সঞ্জয়বাবুর মাথা ফেটে যায়। গুরুতর জখম অবস্থায় ওই ব্যবসায়ীকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বারুইপুর ও সোনারপুর জিআরপি-তে বিষয়টি জানানো হয়। সোনারপুর জিআরপি-তে লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়ে এসআরপি শিয়ালদহ ভি বি চন্দ্রশেখর বলেন, ‘‘ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি। খোঁজ চলছে।’’ তদন্তকারীরা প্রাথমিক ভাবে জানিয়েছেন, কয়েক জন নাবালক এতে জড়িত। ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পরেও কেন কাউকে শনাক্ত করা হেল না, সেই প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীরা।
তাঁদের অভিযোগ, শিয়ালদহ দক্ষিণের ক্যানিং, ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর শাখায় মাঝেমধ্যেই চলন্ত ট্রেনে পাথর ছোড়া হয়। যাত্রীদের অনেকেরই গুরুতর জখম হওয়ার আশঙ্কা থাকে। দক্ষিণের তিন শাখায় পরপর পাথর ছোড়ার ঘটনাতেও জিআরপি-র হেলদোল নেই বলে অভিযোগ। রেলপুলিশের এক কর্তার কথায়, ‘‘অনেক ক্ষেত্রেই অভিযুক্তদের শনাক্ত করলেও তাদের ধরতে স্থানীয় থানার সাহায্য দরকার হয়। থানাগুলির সঙ্গে আলোচনা করে পাথর ছোড়া রুখতে পদক্ষেপ করার চেষ্টা করা হবে।’’