POCSO Case

পাঁচ বছর ধরে নাবালিকা কন্যাকে ধর্ষণ! হাতেনাতে সৎবাবাকে ধরলেন পাড়ার লোকজন, কৃষ্ণনগরে ধৃত

অভিযুক্তের বয়স ৪৩ বছর। তাঁর স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বার বিয়ে করেন যুবক। দ্বিতীয় পক্ষের স্ত্রীরও আগে একটি বিয়ে ছিল এবং তাঁর এক সন্তান রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২২:৫৬
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

স্ত্রীর প্রথম পক্ষের মেয়েকে পাঁচ বছর ধরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। নদিয়ার কৃষ্ণনগরের কোতায়ালি থানার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের বয়স ৪৩ বছর। তাঁর স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বার বিয়ে করেন যুবক। দ্বিতীয় পক্ষের স্ত্রীরও আগে একটি বিয়ে ছিল এবং তাঁর এক সন্তানও রয়েছে। নাবালিকার বয়স এখন ১৭ বছর। অভিযোগ, দীর্ঘ পাঁচ বছর ধরে তার উপর যৌন নির্যাতন চালিয়ে আসছেন অভিযুক্ত। মেয়েটি এক প্রতিবেশীকে সমস্ত কথা খুলে বলে।

সোমবার রাতেও নাবালিকার সঙ্গে একই কাণ্ড করতে যান সৎবাবা। তাঁকে হাতেনাতে ধরে ফেলেন প্রতিবেশীরা। এর পর পুলিশে খবর দেওয়া হয়। প্রথমে আটক করা হয়েছিল অভিযুক্তকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণ-সহ পকসো আইনে মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

Advertisement

নির্যাতিতার মা বলেন, ‘‘আমি এ বিষয়টি সম্পর্কে কিছুই জানি না। তবে বিষয়টি যদি সত্যি হয়, তবে কঠোর শাস্তি হোক ওঁর। নির্যাতিতার এক আত্মীয় জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মেয়েটির উপর শারীরিক অত্যাচার হত। কিন্তু মেয়েটি মুখ বুজে ছিল। কারণ, প্রতিবাদ করলে তাকে বাড়িছাড়া করার ভয় দেখানো হত। তিনি বলেন, ‘‘দীর্ঘ শারীরিক অত্যাচারে অসুস্থ হয়ে পড়েছিল মেয়েটি। আমরা সব জেনেও হাতেনাতে লোকটাকে ধরার জন্য চুপ করেছিলাম। গত রাতে (সোমবার) হাতেনাতে ধরেছি। এমন জঘন্য কাজের জন্য ওর কঠোর শাস্তি হোক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement