সন্দেশখালির ঘটনায় এ বার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। রাজ্য সরকারের আবেদন, বিশেষ তদন্তকারী দলে স্থানীয় পুলিশকেও রাখা হোক।
গত ১৭ জানুয়ারি কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ সন্দেশখালির ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছে। জানিয়েছে, সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের এক জন করে এসপি পদমর্যাদার আধিকারিক। সেই সঙ্গেই জানিয়েছিল, সিটে বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত ন্যাজাট থানার কোনও পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। আদালত সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে।
রেশন ‘দুর্নীতি’র তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা। সেই মামলায় প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য পুলিশের ভূমিকা। অভিযোগ ওঠে, পুলিশের ছত্রছায়াতেই বেড়ে উঠেছিলেন শাহজাহান। সন্দেশখালির ঘটনার পর থেকে তৃণমূল নেতা নিখোঁজ। এ-ও অভিযোগ ওঠে, ন্যাজাট থানার পুলিশ জানা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করছে না ন্যাজাট থানার পুলিশ। এ বার সেই স্থানীয় পুলিশকে তদন্ত প্রক্রিয়ায় যোগ করার আবেদন জানাল রাজ্য।