West Bengal Panchayat Election 2023

কেন্দ্রীয়বাহিনী দিয়ে সোমবারই হবে পুনর্নির্বাচন, কমিশন জানাল, পঞ্চায়েতে ভোট পড়েছে ৮০.৭১%

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি একটি চিঠি লিখে কমিশনকে জানিয়েছে, প্রায় ১০ হাজার বুথে পুনর্নির্বাচন হওয়া উচিত। যদিও সোমবার ঠিক কত বুথে পুনর্নির্বাচন তা স্পষ্ট করে জানায়নি কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৯:২১
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণণা। তার আগে যে সমস্ত বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার, সেখানে সোমবাই আবার ভোটগ্রহণ করা হবে বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন, সেই সঙ্গে তারা জানিয়েছে, পুনর্নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই।

Advertisement

শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট ছিল। যদিও সেই ভোটের ছত্রে ছত্রে রক্তের ছোপ লেগেছে বলে দাবি করেছেন বিরোধিরা। ভোটের দিনই ১৫ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ছাড়াও অরাজকতা, ভোট লুট, ব্যালট বাক্স নষ্ট করা, বুথ দখল, হিংসা, বোমাবাজি, গুলি চালনার অভিযোগ এনেছে বিরোধীরা। এই মর্মেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি একটি চিঠি লিখে কমিশনকে জানিয়েছে, প্রায় ১০ হাজার বুথে পুনর্নির্বাচন হওয়া উচিত। যদিও সোমবার ঠিক কত বুথে পুনর্নির্বাচন তা স্পষ্ট করে জানায়নি কমিশন। কমিশন সূত্রে খবর, স্ক্রুটিনির তথ্য এখনও সব জেলা থেকে এসে পৌঁছয়নি কমিশনের হাতে। সেই তথ্যে হাতে এলেই এ বিষয়ে জানানো সম্ভব হবে। আপাতত শুধু দক্ষিণ ২৪ পরগণার ৩৬টি বুথে পুনর্নির্বাচনের তথ্য দিয়েছে কমিশন। তবে তারা স্পষ্ট করে দিয়েছে রাজ্যে পুনর্নির্বাচন হবে সোমবারই এবং পুনর্নির্বাচন হলে, তা হবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই।

আপাতত কেন্দ্রীয়বাহিনীর অভাব নেই রাজ্যে ভোটের দিন সকাল পর্যন্ত এসে পৌঁছনো ৬৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও শনিবার সন্ধ্যায় এবং রবিবার সকালে আরও বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয়বাহিনী এসে পৌঁছেছে। ফলে এখন রাজ্যে পুনর্নির্বাচন হলে সেখানে কেন্দ্রীয়বাহিনীর অভাব হওয়ার কথা নয়।

Advertisement

এ দিকে, রবিবার পঞ্চায়েত ভোটের শতাংশের হারও জানিয়েছে কমিশন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভোট লুট, বুথ দখল, ব্যালট বাক্স নষ্ট করার খবর এলেও কমিশন জানিয়েছে এ বার পঞ্চায়েত ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে। ৮৪.৭৯ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। এর পরেই রয়েছে বীরভূমে। অনুব্রত মণ্ডলের গড়ে ভোট পড়ে ৮৩.১৮ শতাংশ। ভোটের হারে পিছিয়ে রয়েছে পাহাড়। দার্জিলিংয়ে ভোট পড়েছে ৬৫.৮৬ শতাংশ এবং কালিম্পংয়ে ৬৭.২১ শতাংশ।

এ ছাড়া বাঁকুড়ায় ৮৩.০৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮২.৫৯ শতাংশ, ঝাড়গ্রামে ৮২.৪৭ শতাংশ, জলপাইগুড়ুিতে ৮১.৪৫ শতাংশ, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮১.৪৪ শতাংশ করে, মুর্শিদাবাদে ৮০.৯৬ শতাংশ, নদিয়ায় ৮০.৫৮ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৮০.৪৯ শতাংশ, পূর্ব বর্ধমানে ৮০.১৩ শতাংশ এবং মালদহে ৮০.০৬ শতাংশ ভোট পড়েছে। ৭৮-৮০ শতাংশের মধ্যে ভোট পড়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়াতে। পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ৭২.৫১ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement