Collage

Covid 19: কর্মীর করোনা, কলেজে তবু ক্লাসের অভিযোগ

কলেজ সূত্রের খবর, নিয়মিতই কাজে আসছিলেন ওই শিক্ষাকর্মী। তিনি যে করোনায় আক্রান্ত, সেটা জানা যায় মঙ্গলবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ০৬:০৩
Share:

রাজ্য সরকারের নির্দেশ, কলেজের কারও করোনা হলে ক্লাস বন্ধ রাখতে হবে। ফাইল ছবি

দক্ষিণ ২৪ পরগনায় ফলতার সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের এক শিক্ষাকর্মীর করোনা হয়েছে। এ কথা জানার পরেও বুধবার কলেজে ক্লাস হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে কলেজের অন্দরে।

Advertisement

কলেজ সূত্রের খবর, নিয়মিতই কাজে আসছিলেন ওই শিক্ষাকর্মী। তিনি যে করোনায় আক্রান্ত, সেটা জানা যায় মঙ্গলবার। অভিযোগ, তার পরেও বুধবার কলেজে অড সিমেস্টারের ক্লাস হয়েছে। এ দিন কলেজ শুরুর আগে স্যানিটাইজ়েশন বা জীবাণুনাশ করা হয়নি। নামপ্রকাশে অনিচ্ছুক এক শিক্ষকের বক্তব্য, রাজ্য সরকারের নির্দেশ, কলেজের কারও করোনা হলে ক্লাস বন্ধ রাখতে হবে। করোনা পরীক্ষা করাতে হবে সেই আক্রান্তের সংস্পর্শে আসা সকলেরই। অভিযোগ, এই নিয়ম না-মেনে এ দিনেও ওই কলেজে ক্লাস হয়েছে।

কলেজের অধ্যক্ষ শেখ ফজলুল হকের বক্তব্য, এ দিন ক্লাস হয়েছে অনলাইনে। এখন ক্লাস অনলাইনেই হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু বেশ কিছু জরুরি কাজ কলেজেই করতে হচ্ছে। এখন অনলাইনে অড সিমেস্টারের পরীক্ষার ফর্ম পূরণের কাজ চলছে। ফলে কয়েক জনকে যেতে হচ্ছে কলেজে। তিনি নিজেও এ দিন কলেজে গিয়েছিলেন। কলেজ ক্যাম্পাস জীবাণুমুক্ত করার বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যক্ষ জানান, এই কাজ করার জন্য তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement